বুধবার ২৫ জানুয়ারী ব্রাহ্মণবাড়ীয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত কর্মীদের পুনরেত্রীকরণ বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার ২২জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মী, প্রশিক্ষণ এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জনাব দেবব্রত ঘোষ অনুষ্ঠানে মূল আলোচনা করেন। দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের ভোগান্তি, প্রতারণা রোধে সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।
ব্রাহ্মণবাড়ীয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জনাব ওয়ালিউল্লা মোল্লা ব্রাহ্মণবাড়ী টিটিসিতে চলমান সকল প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অভিবাসী তথ্যকেন্দ্রের কাউন্সেলর মোঃ ইকবাল হোসেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কার্যক্রম তুলে ধরেন।
সাংবাদিকদের মধ্যে বিটিভি’র প্রতিনিধি, মাইটিভির প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ বক্তব্য রাখেন। তারা সাংবাদিকদের নিয়ে এত সুন্দর একটি সভা আয়োজন করার জন্য কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, আইসিএমপিডি এবং টিটিসিকে ধন্যবাদ জানান।
এসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নীচের লিংকসমূহ ভিজিট করা যেতে পারে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS